টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

টঙ্গী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাছিমপুর এলাকার গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,টঙ্গী,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,গুদামে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close