ভোলা প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না : তোফায়েল আহমেদ

ছবি : প্রতিদিনের সংবাদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি নতুন করে রাজপথে নেমেছে ১০ দফা দাবিতে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আধীনে চায়। বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না। ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। বিএনপি যে অবাস্তব দাবি করে তার কোনো মূল্য নেই।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোলায় নিজ নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্প কল কারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশাল সেতু হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।

তোফায়েল আহমেদ পাঁচ দিনের সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তত্ত্বাবধায়ক সরকার,তোফায়েল আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close