লালমনিরহাট প্রতিনিধি :

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

মুরগীর খামার পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

ছবি : প্রতিদিনের সংবাদ।

লালমনিরহাটের কালীগঞ্জে বয়লার মুরগীর খামার পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মো. শাহীন সেবকদাস এলাকার হাফিজুল ইসলাম বাচ্চার ছেলে এবল নিথক এস.এস ই.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্র শাহীন দুপুরের খাবার শেষে তাদের বাড়ি-সংলগ্ন বয়লার মুরগীর খামারে কোদাল দিয়ে মেঝে পরিষ্কার করছিলো। এ সময় খামার ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বিদুৎতের তার শাহিনের কোদালে লেগে কেটে যায় এবং কাটা তার গায়ে জড়িয়ে ঘঠনাস্থলেই বিদুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় তার।

বিদুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ঘটনাটি শুনেই নিহতের বাড়িতে গিয়েছিলাম। পুলিশ ওই বাড়িতে এখনো রয়েছে এবং নিয়মানুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুরগীর খামার,বিদ্যুৎস্পৃষ্ট,স্কুলছাত্র নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close