ডেমরা (ঢাকা) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি, ২০২৩
গৃহবধূর পর্নোগ্রাফি ইন্টারনেটে ছাড়ার হুমকি : গ্রেপ্তার ১

ছবি : প্রতিদিনের সংবাদ
রাজধানীর ডেমরায় এক গৃহবধূর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে ধারণকৃত তার পর্নোগ্রাফি ভিডিও ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অপরাধে মো. ইউসুফ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। ইউসুফ ঢাকার কেরানীগঞ্জ থানার বন্ধ ডাকপাড়া গ্রামের মো. আবদুল হামিদের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার রাতে ডেমরা থানায় ইউসুফের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এর আগে এ বিষয়ে ওই ভুক্তভোগী গত ১২ নভেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমানে ইউসুফ সাইবার ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন