শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাইদুল ইসলাম লেদু (৫০) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজী সাথি খাতুন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে চাচা সাইফুল ইসলাম আমাদের বাড়িতেই থাকতেন। তিনি বিয়ে করেননি। কিছুদিন ধরে কেমন যেন হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে থাকেন সাইফুল ইসলাম। কথাটি শুনে দৌড়ে চাচার ঘরে গিয়ে দেখি তিনি ছুরি দিয়ে নিজের গলা কাটছেন। এ সময় আমি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সব জানা যাবে।