দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২৩
দামুড়হুদায় স্বর্ণ বার জব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদায় স্বর্ণের চারটি বার জব্দসহ হৃদয় (১৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। হৃদয় উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দর্শনা রামনগরে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল চালক হৃদয়কে থামার সংকেত দিলে, সে না থেমে একটি পোটলা রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে। সেইসঙ্গে ডোবা থেকে স্বর্ণের ছোট বড় চারটি বার জব্দ করে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন