নবীগঞ্জ প্রতিনিধি :

  ২৯ জানুয়ারি, ২০২৩

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ।

নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় শাহিন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোট। রবিবার (২৯ জানুয়ারি) মোবাইল কোট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার।

জানা যায়, শীত মৌসুম এলে এক শ্রেনির মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। এর ধারাবাহিকতা উপজেলা গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার।

মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন গোপলারবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় তিনি বালুমহালও মাটি ব্যবস্থাপনা আইন ২১০-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে এক লাখ টাকা জরিমানা করেন।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে, তাদের ছাড় দেয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবীগঞ্জ,জরিমানা,অবৈধভাবে মাটি উত্তোলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close