চট্টগ্রাম ব্যুরো

  ২৯ জানুয়ারি, ২০২৩

বেলা’র গাড়িতে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ১

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনায় আবু নোমান (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে নগরীর বিশ্ব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেখানে লেকসিটি আবাসিক এলাকার পাহাড় কেটে ছড়া ভরাটের স্থান পরিদর্শন করতে যান রিজওয়ানা হাসান। ওই সময় তার গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ও গ্রেপ্তার হওয়া নোমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, রিজওয়ানা হাসানের দলের পিছু নিয়েছিলেন নোমান। পরে তিনি রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেলা,পাথর নিক্ষেপ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close