রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

রাউজানে মুজিববর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। 

চট্টগ্রামের রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাউজান কলেজ মাঠে এই খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

উল্লেখ্য মুজিববর্ষে করোনার কারণে এই টুর্নামেন্টের আয়োজন সম্ভব হয়নি। শনিবার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রবীন্দ্র লাল চৌধুরী।

খেলায় বাগোয়ান ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে নোয়াজিষপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি রানাআপ ও চ্যাম্পিয়নকে ট্রফি বিতরণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুজিববর্ষ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close