রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

রামগঞ্জ প্রেসক্লাব : সভাপতি রহমত, সম্পাদক কবির

ছবি : প্রতিদিনের সংবাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রহমত উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম কবির, সহ-সভাপতি পদে এম এ হালিম খান লিটন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিএস নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ ও দপ্তর সম্পাদক পদে রাজু হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমরান হোসেন রাজন, সদস্য পদে ছায়েদ হোসেন, কাজী মহিউদ্দিন, ওমর ফারুক ও পারভেজ হোসাইন নির্বাচিত হন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন। নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রামগঞ্জ,প্রেসক্লাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close