সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

পান বিক্রি করে চলে বাকপ্রতিবন্ধি শ্যামার সংসার

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী গ্রামের বাকপ্রতিবন্ধী শ্যামা চরণের সংসার চলে পান বিক্রি করে। জানা যায়, দীর্ঘ ৪৭ বছর ধরে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে পান বিক্রি করেই সংসার চালাচ্ছেন বাকপ্রতিবন্ধী শ্যামা চরণ (৬২) । স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার ।

গতকাল তার সঙ্গে দেখা হলে বর্তমানে পানের খুব একটা ক্রেতা নেই আকার-ইঙ্গিতে এমনটিই বোঝাতে চেয়েছেন তিনি। তার পরেও ক্রেতার অপেক্ষায় বসে থাকেন তিনি। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী শ্রী নিতাই চন্দ্র সাহা বলেন, বাকপ্রতিবন্ধী শ্যামা চরণ প্রায় দীর্ঘ ৪৭ বছর ধরেই পান বিক্রি করছেন উপজেলার হাটপাঙ্গাসী বাজেরে। পানের ক্রেতা শাহ জামাল জানান, বাকপ্রতিবন্ধি হলেও শ্যামা একজন সৎ ব্যাক্তি । অল্পলাভেই পান বিক্রি করায় অন্যান্যের তুলনায় তার দোকানে ক্রেতার ভীড় লেগেই থাকে।

এদিকে উপজেলার পাঙ্গাসী ইউপি সদস্য সামসুল আলম খোকনের সাথে কথা হলে তিনি জানান, শ্যামা চরণ একজন বাকপ্রতিবন্ধী । তরাপরেও সে কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন। যা সত্যিই প্রসংসার দাবিদার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,পান বিক্রি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close