দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

ঘিওরে রজতজয়ন্তীর র‍্যালি

ছবি : সংগৃহীত

ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার-৯৭ ব্যাচের শিক্ষার্থীদের ‘রজত জয়ন্তী’ উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে দুই দিনব্যাপী ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সুব্রত সরকার গোবিন্দ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। বক্তব্য রাখেন সাবেক সচিব অমিতাভ সরকার, ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট শচীন্দ্র নাথ মিত্র, ঘিওর থানার ওসি আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, রজত জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি দেবাশিস রায় ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশার মিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘিওর,মানিকগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close