reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালকের মৃত্যু

ছবি : সংগৃহীত।

বুড়িগঙ্গা নদীর ফতুল্লার খেয়াঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এমভি প্রিন্স কামাল-১ নামের ওই লঞ্চটি পটুয়াখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে বসে থাকা চালক মনির নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলার চালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। তিনি ট্রলারটির মালিক ছিলেন।

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার সংশ্লিষ্ট প্রিতম গণমাধ্যমকে বলেন, ‘এমভি প্রিন্স কামাল-১ নামের পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ দ্রুতগতিতে এসে ফতুল্লা খেয়াঘাটে থাকা বেশ কয়েকটি ট্রলারের ওপর উঠে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিচ থেকে মনির নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।’

পাগলা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় মনির নামের একজনের মৃত্যু হয়েছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুড়িগঙ্গা,লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি,নিহত ১
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close