আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ২৭ জানুয়ারি, ২০২৩

শিক্ষকরাই আলোকিত মানুষ গড়ার কারিগর : স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লার লাকসামে শুক্রবার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : প্রতিদিনের সংবাদ

শিক্ষকদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। শিক্ষার্থীরা পড়ালেখার মাধ্যমে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তরুণ প্রজন্মের জন্য শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন। ছাত্রদের মাঝে তারা জ্ঞান বিতরণ করেন, তারা স্বপ্ন দেখাতে পারেন। পাঠ্যক্রমের বাইরেও সত্য, ন্যায়, অন্যায় ও সুশাসনের বিষয়ে শিক্ষার জন্য শিক্ষকদের দায়িত্ব রয়েছে।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার। বাঙালি জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন সহ্য করেছেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। এ স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। মেধাবী হয়ে কেউ জন্মায় না। জ্ঞানার্জনের মাধ্যমেই মেধাবী হয়ে উঠতে হয়। আর মেধার বিকাশ কর্মের মাধ্যমেই প্রকাশ করতে হয়। মানহীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধক। তাই আমাদের জাতির ভবিষ্যৎ বিনির্মাণে গুণগত ও মানসম্মত শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে।’

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মানহীন শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। মানসম্পন্ন ও গুণগত শিক্ষা কখনো জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য পিছুটান হতে পারে না।’

শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি নিজেও সবসময় শিক্ষকদের সম্মান করতাম। শিক্ষকদের বলা হয় আদর্শ মানুষ গড়ার কারিগর। আপনারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আজকের শিক্ষার্থী আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে এবং আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা অর্পিত সব দায়িত্ব সঠিক ও সততার সঙ্গে পালন করবেন। একজন আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষক সবসময় সবার কাছে প্রিয় হয়ে ওঠেন।’

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। লাকসাম নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল ও লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের।

এ সময় আরো বক্তব্য রাখেন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ মিতা সফিনাজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সাহা, মুদাফফরগঞ্জ এইউ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী সাহাসহ প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী, কুমিল্লা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাসারুল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহা, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, লাকসাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্তসহ আরো অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক,আলোকিত মানুষ গড়ার কারিগর,স্থানীয় সরকারমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close