দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৩

ব্যাডমিন্টনে রানার্স আপ দৌলতপুর প্রেসক্লাব

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর থানায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে দৌলতপুর প্রেসক্লাব বনাম উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ খেলা অনষ্ঠিত হয়।

দৌলতপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও এসআই মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফরিদ আহম্মেদ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সাধারণ সম্পাদক এবিখান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

ব্যাডমিন্টন খেলায় যুবলীগ দুই গেইমে দৌলতপুর প্রেসক্লাবকে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করেন। দৌলতপুর প্রেসক্লাব রানার্স আপ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা করেন এসআই সাইফুল ইসলাম, এইআই মো. ইকবাল হোসেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,দৌলতপুর প্রেসক্লাব,যুবলীগ,ব্যাডমিন্টন টুর্নামেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close