কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৩

‘আ.লীগ জনগণের সরকার’

ছবি : প্রতিদিনের সংবাদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, ‘প্রানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের পাশাপাশি সর্বজনীন পেনশন সুবিধার ব্যবস্থা করেছেন। যাতে করে কোনো মানুষ যেন আর কষ্টে না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উন্নয়ন দেখে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনে নৌকার জয় ঠেকাতে পারবে না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদারীপুর,আওয়ামী লীগ,মাদারীপুর-৩ আসন,মুক্তিযোদ্ধা,আব্দুস সোবহান গোলাপ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close