লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৩

লোহাগাড়ায় বিরল প্রজাতির প্রাণীসহ ৪ যুবক আটক 

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে মহাবিপন্ন প্রজাতির ২টি লজ্জাবতী বানর, ১টি লক্ষ্মী প্যাঁচাসহ ৪জন পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাঙ্গালিয়ার সামনে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করে।

আটককৃতরা হলেন বান্দরবান জেলার আলিকদম দানু সর্দার পাড়ার আনোয়ার হোসেনের পুত্র মোবারক হোসেন (২৭), আলিকদম পুর্ব পালং পাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৭), আলিকদম উত্তর পালং পাড়ার সৈয়দ হোসেনের পুত্র মহি উদ্দিন (২৪) এবং খুলনা সোনাডাঙ্গা বায়রা এলাকার মৃত দিলু সিকদারের পুত্র আজহার সিকদার (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি মো. আতিকুর রহমান, চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদুল হোসেনসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো বান্দরবান জেলার আলিকদম থেকে চককিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। পথে গাড়িটি থামিয়ে ২টি লজ্জাবতী বানর ও ১টি লক্ষ্মী প্যাঁচাসহ ৪ যুবককে আটক করতে সক্ষম হয়েছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আটক চার যুবক দোষ স্বীকার করে জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এইসব প্রাণী নিয়ে যাচ্ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,বিরল প্রজাতির প্রাণি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close