সিরাজগঞ্জ প্রতিনিধি
মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি উধাও

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাফিজা বেগম (৩৮) উধাও হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দুই মাস আগে উপজেলার রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে (১৮)। দুজনের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু বুধবারে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আপন মেয়ের জামাই সুলতান খার হাত ধরে পালিয়ে গেছেন শাশুড়ি হাফিজা। হাফিজার স্বামী আলমের মেয়ে আশা ছাড়াও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
হাফিজার স্বামী আলম শেখ বলেন, মেয়ের জামাইয়ের সঙ্গে যে কাজ হাফিজা করেছে, আমি মেনে নিতে পারছি না। মেয়ের সংসার ভেঙে গেল। ওর বিচার আল্লাহ করবে।
এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বাড়িতে ছিলাম না। এদিন সকালে গিয়ে বিষয়টি জানতে পারলাম। ঘটনাটি ন্যাক্কারজনক।
পিডিএস/মীর