বাগেরহাট প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৩

‘বিএনপি দেশের সম্পদ পাচার করে’

ছবি : প্রতিদিনের সংবাদ

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয় হয়, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আর বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন করে লুটপাট আর দুর্নীতির করে দেশের সম্পদ বিদেশে পাচার করে। মোংলা বন্দর বন্ধ করে দেয়, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেওয়া সেই মোংলা বন্দর চালু করে লাভজনক বন্দরে রূপান্তর করে।

বুধবার (২৫ জানুয়ারি) বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শেখ হেলাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে বুকে লালন করি। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মুজিব আর্দশের সৈনিকেরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে পারবে না। ওরা কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। ২০২৪ সালের নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যুবলীগসহ দলীয় নের্তবৃন্দকে এখন থেকে ঘরে-ঘরে গিয়ে গণসংযোগ করার আহ্বান জানান তিনি।

এর আগে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, খুলনা সদর আসনের এমপি শেখ সালাউদ্দিন, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট-১,সংসদ সদস্য,শেখ হেলাল উদ্দিন,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close