মাসুদ রানা, বরিশাল

  ২৫ জানুয়ারি, ২০২৩

বরিশাল পুলিশের চুরি হওয়া গুলির হদিস মেলেনি

ফাইল ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের অফিস থেকে চুরি হওয়া ৬০টি গুলির হদিস তিন মাসেও মেলেনি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা বলছেন, উদ্ধার তৎপরতা চলছে। তবে গুলি চুরির ঘটনার পরপরই সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি অফিসে প্রবেশের ক্ষেত্রেও নিয়মকানুন জোরদার করা হয়েছে।

বরিশাল ট্রাফিক অফিস সূত্র জানায়, ২০২২ সালের নভেম্বর মাসে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোন অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়। মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। তবে সেটা নিয়ে আমাদের সিনিয়ররা কাজ করছেন। আর ওই গুলি আমাদের নয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী আশারফ ভূঁইঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের ৬০ রাউন্ড গুলি ট্রাফিক অফিসে রাখা ছিল, আর সেখান থেকেই চুরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরিশাল,পুলিশ,গুলি চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close