দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৩

‘নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

শনিবার (২১ জানুয়ারি) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, দেশের উন্নয়ন হবে।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপি-জাময়াত ক্ষমতায় যখন ছিল তখন রাস্তাঘাটে ছিনতাই, চুরি-ডাকাতি হত। ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলার কৃষক হাট-বাজারে ধান বিক্রির টাকা ঘরে নিয়ে যেতে পারতো না। সাধারণ লোকজনের টাকা পয়সা রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষ শান্তিতে ঘুমাতে পারে। রাস্তাঘাটে ছিনতাই, চুরি ডাকাতি নেই।’

নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল-কলেজের ভবন, যুব প্রশিক্ষণ কমপ্লেক্স, পাটুরিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, অর্থনৈতিক অঞ্চল, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, ঘরে ঘরে বিদ্যুৎ, নদী ভাঙন রোধসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, শামশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৈরাজ্য,ঐক্যবদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close