কিশোরগঞ্জ প্রতিনিধি :
৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শ্লীলতাহানি মামলায় সাজার পাঁচ বছর পর সোহেল মিয়া (৪০) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে কুলিয়ারচর উপজেলার এক নারীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপর বিয়ে না করে পালিয়ে যান সোহেল। এর মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি সন্তানের জন্ম দেন। ওই বছরের ১৫ মার্চ ওই নারী থানায় ধর্ষণ মামলা করেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে সোহেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সোহেল কুলিয়ারচর উপজেলার কিলবন্দ গ্রামের আইনব আলীর ছেলে।
এর আগে ওই ঘটনার ১০ বছর পর ২০১৮ সালে আসামির অনুপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তিনি ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি।
পিডিএস/এএমকে