লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০২২

ডিজিটাল মেলায় যৌথভাবে প্রথম স্থানে লোহাগাড়া ভূমি অফিস ও স্বাস্থ্য বিভাগ 

ছবি : প্রতিদিনের সংবাদ

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য চট্টগ্রামের লোহাগাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টলে সেবা প্রদান করা হয় দিনব্যাপী।

একই দিন বিকাল ৫টার দিকে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টলের মধ্যে তিন বিভাগকে পুরস্কৃত ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

দ্রুত ডিজিটাল সেবা দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় যৌথভাবে প্রথম হয়েছেন উপজেলা ভূমি অফিস এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় হয়েছেন আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চবিদ্যালয়। তৃতীয় হয়েছেন পদুয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার মুুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিদুল সিকদার, আবদুল মোমেন, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, নাজির বজলুর রহমান, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খান সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুুহাম্মদ ইদ্রিস, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, ভূমি অফিসের নয়ন দাশ।

এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, বিভিন্ন ইউপির সচিবরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close