পটুয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর, ২০২২
পটুয়াখালী জেলা প্রশাসকে বদলিজনিত সংর্বধনা

ছবি : প্রতিদিনের সংবাদ
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর বদলিজনিত বিদায়ী সংর্বধনা হয়েছে। রবিবার (০৫ ডিসেম্বর) রাত ৯টায় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক সভাপতি স্বপন ব্যার্নাজী, মো. জাকির হোসেন, সহসভাপতি জালাল আহম্মেদ।
জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর বদলিজনিত বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে ক্রেস্ট, প্রেসক্লাবের মগ ও কলম প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন