ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২২

ফুলবাড়িয়ায় সার-বীজ পেলেন কৃষক

ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাঁচ হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ ও চার হাজার ৫০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এ সার ও বীজ বিতরণ করা হয়।

বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ির উপ-পরিচালক মতিউজ্জামান, ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুলবাড়িয়া,ময়মনসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close