রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২২

হালদা নদীতে জাল ও নৌকা জব্দ

ছবি : প্রতিদিনের সংবাদ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে এক হাজার মিটার ঘেরা জাল ও একটি নৌকা জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন সোমবার (৫ ডিসেম্বর) বিকালে নদীর আজিমের এলাকা থেকে কালুরঘাট পর্যন্ত অভিযান করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।

এই অভিযানে কচুখাইন এলাকা থেকে এক হাজার মিটার জাল ও জাল পাতায় ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও আইডিএফের স্বেচ্ছাসেবী কর্মীরা।

সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, হালদার মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলমান থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালদা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close