কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০২২

কুলিয়ারচরে ডিসির বিদায় উপলক্ষে মতবিনিময়

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর বদলীজনিত বিদায় উপলক্ষ্যে কুলিয়ারচরে মতবিনিময় সভা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া ইসলাম লুনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমন সরকার, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার, সাবেক জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা খানম মুক্তা।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি, ছয় ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুলিয়ারচর,ডিসির বিদায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close