কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, বিক্ষোভ 

ফাইল ছবি

কুড়িগ্রামে শিশু মাইশাকে সার্জারির নামে হত্যার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম শহরতলীর ভেলাকোপা গ্রাম থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসপি অফিস, ডিসি অফিস এবং সদর থানার সামনে চিকিৎসক আহসান হাবিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিলে ‘ডাক্তার নামের কসাই আহসান হাবিবের ফাঁসি চাই, খুনি ডাক্তারের ফাঁসি চাই, নিষ্পাপ শিশু মাইশা মরলো কেন প্রশাসন জবাব চাই’ নানা স্লোগানে শহর প্রকম্পিত করেন এলাকাবাসী।

বুধবার (৩০ নভেম্বর) আলম মেমোরিয়ান হাসপাতালে অপারেশন হয় মাইশার। অপারেশনের পর জ্ঞান না ফেরায় মাইশাকে চিকিৎসকরা গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, হাতের আঙ্গুলের অপারেশন করার কথা বলে ওরা শিশুটির পেট কাটলো কেন? চিকিৎসকরা সবাই তাহলে বুদ্ধি করে ওর পেটের সব কিছু বের করে নিয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঘটনা যেহেতু ঢাকার তাই সেখানকার থানায় যোগাযোগ করতে বলেছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close