কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০২২

কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা

ছবি : প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার ক্যাফে ৭১ রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে এ আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, সুধারঞ্জন রায়, সহদেব বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল। সেদিন বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দের জোয়ার। কেননা সে দিন কোটালীপাড়ার মানুষ মুক্তির স্বাদ পেয়ে দলে দলে রাস্তায় নেমে পড়ে। কোটালীপাড়া হয় হানাদার মুক্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটালীপাড়া,মুক্ত দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close