
০২ ডিসেম্বর, ২০২২
ভোলার মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

ছবি : প্রতিদিনের সংবাদ
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লেফটেন্যান্ট এম ফজলুল হক এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন ভোলার চর এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আব্দুল্লাহ বাহিনীর প্রধান আব্দুল্লাহসহ মোট ৪ জন ডাকাতকে আটক করা হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ৪টি বগি দা, ১টি ইলেক্ট্রিক শক স্টীক এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত ডাকাতদল ও জব্দকৃত আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন