চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ০২ ডিসেম্বর, ২০২২

চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় মাইনুল ইসলাম পাভেল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের সৌদিআরব প্রবাসী নুরুল ইসলামের ছেলে। হামলায় আরও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার শেষে শুক্রবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন ওসি শুভ রঞ্জন চাকমা। তার দাবি, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাভেলের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মাইনুল ইসলাম পাভেলের সঙ্গে কিশোর গ্যাং নেতা মেহেরাজ গ্রুপের সদস্য একই গ্রামের রাফির বাকবিতন্ডা হয়। মেহেরাজ গ্রুপ দীর্ঘদিন ধরে পাভেলের খোঁজখবর রাখে। কখন সে নানার বাড়ি ধোপাখিলাতে আসবে। বৃহস্পতিবার বিকালে পাভেল নানার বাড়িতে বেড়াতে গেলে বিষয়টি মেহেরাজ গ্রুপ জানতে পারে। সন্ধ্যায় পাভেল নানার বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে মেহেরাজ গ্রুপ মোটর সাইকেলযোগে সেখানে যায়। এ সময় মেহেরাজ গ্রুপ ব্যাডমিন্টন আগে খেলবে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে কিশোর গ্যাং নেতা কুলাসারের মেহেরাজ, সদস্য কুলাসারের সালমান, রাকিব, ধোপাখিলার জয় ও নারানকুরির রাকিব ধারালো অস্ত্র দিয়ে পাভেলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তার বন্ধু সিয়াম, রবিন, সৈকত ও বিজয় বাধা দিলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।

তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদেরকে উদ্ধার শেষে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম, রবিন ও সৈকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভুঁইয়া বলেন, কিশোর গ্যাং নেতা মেহেরাজের অত্যাচারে কয়েকটি গ্রামের যুব সমাজ অতিষ্ঠ। তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে কলেজ ছাত্র মাইনুল ইসলাম পাভেলকে কুপিয়ে হত্যা করে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাইনুল ইসলাম পাভেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোর গ্যাং,কলেজছাত্র,প্রাণ গেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close