উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২২

উল্লাপাড়ায় কৃষিজমিতে পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতের রায়ে বন্ধ 

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নে তিনটি এলাকায় কৃষি জমিতে পুকুর খনন কাজ বন্ধ ও তিনটি এসকেভেটর মেশিনের ছয়টি ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. উজ্জল হোসেন বুধবার ( ৩০ নভেম্বর) রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের উত্তর মোহনপুর, বিনায়েকপুর ও ঘোনা এলাকায় কৃষি জমিতে পুকুর খনন করা হচ্ছিলো। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জল হোসেন কৃষি জমিতে পুকুর খননের খবর পেয়ে বুধবার রাত নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে পুকুরগুলো খনন কাজ বন্ধ করে দেন। এছাড়া পুকুরগুলোয় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এসকেভেটর মেশিনের ছয়টি ব্যাটারি জব্দ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উল্লাপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close