সাভার (ঢাকা) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২২

সাভার থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার

প্রতীকী ছবি

সাভার থেকে অপহৃত পাঁচ মাসের শিশু আব্দুস সামাদকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তারমিন আক্তার মিম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার চার দিন পর বুধবার (৩০ নভেম্বর) সকালে সিলেটের শহর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তারমিন আক্তার মিম অপহৃত শিশুর প্রতিবেশী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁয় হলেও বর্তমানে নাটোরের স্থায়ী বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর সাভারের মালঞ্চ এলাকার ভাড়া বাসা থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যান প্রতিবেশী তারমিন আক্তার মিম। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা মুন্নাফ খান বাদী হয়ে প্রতিবেশী দুই নারীসহ তিনজনে বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অপহৃত শিশুটি উদ্ধার হয়েছে। তবে এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এ মামলায় ২৮ নভেম্বর রাতে প্রতিবেশী ও তারমিনের সঙ্গে বসাবাসকারী বান্ধবী শারমিন আক্তার ও তারমিনের কথিত প্রেমিক আবদুল্লাহকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

২৭ নভেম্বর সাভারে শিশুটিকে তার নানীর কাছে রেখে বাবা-মা কাজে বের হয়ে যান। বেলা পৌনে ১২টার দিকে শিশুটিকে নানী প্রতিবেশী ভাড়াটিয়া শারমিন আক্তার ও তারামিন আক্তার মিমের কাছে রেখে গোসল করতে যান। গোসল থেকে বের হয়ে শিশুসহ তারমিন আক্তার মিমকে আজ খুঁজে পাননি তিনি।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপহৃত শিশু,সাভার,শিশু উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close