মৌলভীবাজার প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২২

রাজাপুর সেতুর ভূমি অধিগ্রহণের চেক বিতরণ শুরু

মৌলভীবাজারে রাজাপুর সেতুর ভূমি অধিগ্রহণের চেক বিতরণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন

মৌলভীবাজারে রাজাপুর সেতুর ভূমি অধিগ্রহণের চেক বিতরণ শুরু হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা-হাজিপুর শরীফপুর সড়কের ১৪ কিলোমিটারে পিসি গার্ডার সেতু ও সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হকের সভাপতিত্বে চেক বিতরণ সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন।

এ সময় চারজন উপকারভোগীর হাতে ১১ লাখ ২২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপকারভোগীরা হলেন, কামাল হোসেন, শাহিন মিয়া, আব্দুর রহমান ও জয়নুর বেগম। এ সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তাসহ ভূমি অধিগ্রহণ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক বলেন, এ পর্যন্ত ৪০টির মতো আবেদন পড়েছে। এর মধ্যে দুই মাসের মধ্যে চারজনকে টাকা বুঝিয়ে দেওয়া হলো। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,রাজাপুর,সেতু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close