শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
‘বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সরকারের উন্নয়ন ব্যাহত করতে বিএনপিসহ স্বাধীনতাবিরোধীরা দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।’
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বিএনপি খুনিদের দল। এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ১৪ জনের রক্ত রয়েছে। হত্যা ও ক্যু’র মাধ্যমে সেনা ছাউনিতে বিএনপির জন্ম। খুনিদের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌম নিরাপদ নয়। ২০১৪ সালে বিএনপি-জামায়াত যেভাবে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, তারা আবারও সন্ত্রাসের মাধ্যেমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।’
তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এ এলাকায় ঠাকুর জমিদারদের প্রায় ১৪০০ একর জমি রয়েছে। পর্যায়ক্রমে ওই জমিতেই শান্তি নিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বর্তমান সরকার সার্বিকভাবে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোরহাব আলী।