চট্টগ্রাম ব্যুরো

  ২৯ নভেম্বর, ২০২২

চট্টগ্রাম নগর মহিলা আ.লীগের সঙ্গে নেতাদের মতবিনিময় 

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসিনা মহিউদ্দিন

বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ প্রধান, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভায় যোগ দেবেন।

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র মরহুম জননেতা চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মালেকা চৌধুরী।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামের আপামর জনসাধারন উদ্বেলিত। সর্বস্তরের মানুষের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে পলো গ্রাউন্ডের জনসভা আম জনতার মিলন মেলায় পরিনত হবে। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে প্রমাণ করব বাংলাদেশ কখনোই জামাত বিএনপির জঙ্গিবাদ ও দুর্নীতির কালো সময়গুলোতে ফিরবে না। চট্টগ্রামসহ দেশের আপামর জনতা উন্নয়নের নেত্রী, মানবতার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সামনে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলার মানুষ ষড়যন্ত্রের সুতিকাগারে প্রসুত বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্রের ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘গো এহেড’ শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আবারো জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পন করবে। ৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয় ধ্বণি সারা বাংলায় ছড়িয়ে দেব আমরা ইনশাআল্লাহ। পিডিএস/কেএমএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,মহিলা আওয়ামী লীগ,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close