ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

ফকিরহাটে বেহাল সড়ক, দুর্ভোগ

দেশের প্রথম স্মার্ট উপজেলা বাগেরহাটের ফকিরহাটের অধিকংশ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট বড় ট্রাক, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় অসংখ্য যানবাহনের চালকদের। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ঝুঁকিপূর্ণ সড়কে শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ফকিরহাট প্রাণকেন্দ্র সদর ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকার প্রধান সড়কটি যেন মরণফাঁদ। সড়কটি পিচের পরিবর্তে ইট দিয়ে তৈরি, যা এখন চলাচলের একেবারেই অযোগ্য। স্থানীয়রা ও সড়কে চলাচলরত সজীব শেখ, সালাহউদ্দিন, কামরুল হাসান, মাসুদ মোল্লাসহ একাধিক পথচারী, বিভিন্ন যানবাহন চালক এ প্রতিবেদককে বলেন, ‘এমন দুরবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর আছে বলে মনে হয় না। এটি শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের যোগাযোগের প্রধান সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটি যেন দেখার কেউ নেই।’

তারা আরো বলেন, ‘আমাদের এখানে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না। ভ্যান বা অন্য কোনো যানবাহনে অসুস্থ রোগীকে নিয়ে গেলে ঝাঁকুনিতে আরো বেশি অসুস্থ হয়ে যায়।’

বাগেরহাট থেকে আসা শরীফ শেখ, নাজমুল হাসান নামের দুজন মোটরসাইকেল আরোহী এ প্রতিবেদককে বলেন, ‘শুনেছি বাগেরহাট জেলার ভেতরে ফকিরহাট উপজেলা একটি উন্নত ও গুরুত্বপূর্ণ আধুনিক উপজেলা। কিছু দিন আগে ফকিরহাট স্মার্ট উপজেলার মর্যাদা পেয়েছে। এতটাই স্মার্ট যে এই সড়কে আসতেই ঝাঁকুনিতে আমার মোটরসাইকেলের হেডলাইটই ভেঙে গেল।’

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার অধিকংশ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে থেকে উপজেলা অভিমুখী সড়ক, তৈয়ব আলী বটতলা থেকে দশ রাস্তার মোড় হয়ে জাড়িয়া, সাতশৈয়া হয়ে সিংগাতি ও দাসপাড়া অভিমুখী সড়ক, গোডাউন মোড় থেকে ব্রাহ্মণরাকদিয়া অভিমুখী সড়ক। বাহিরদিয়া-মানসা ইউনিয়নের উপজেলা হয়ে হোচলা অভিমুখী সড়ক। পিলজংগ ইউনিয়নের সাধুুর বটতলা হয়ে গাবখালি অভিমুখী সড়ক। পিলজংগ স্কুল থেকে দশ রাস্তার মোড় অভিমুখী সড়ক। নলধা-মৌভোগ ইউনিয়নের মানসা বাজার থেকে ডহর মৌভোগ অভিমুখী সড়ক। কামটা মোড় থেকে নলধা স্কুলের সামনে হয়ে ফকিরহাট বাজার অভিমুখী প্রায় সব কয়টি সড়ক। মূলঘর ইউনিয়নের ফলতিতা বটতলা থেকে কাথলি অভিমুখী সড়ক। বেতাগা ইউনিয়নের বেতাগা বাজার থেকে চাকুলি, শ্যামবাগাত, গরুর হাট থেকে চুলকাটি বাজার অভিমুখী সড়কসহ উপজেলার ছোট বড় প্রায় সব গ্রাম্য সড়কগুলোর পিচ, পাথর ও ইট উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে। অনেক স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস এ প্রতিবেদককে বলেন, ‘এ বছর একনেকে বাগেরহাট প্রকল্প নিয়ে একটা বড় ধরনের প্রকল্প পাশ হচ্ছে, সেই প্রকল্পের ভেতর সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণের ব্যবস্থা আছে। আশা করছি এ বছরের মধ্যেই প্রকল্পের অনুমোদন পাব। অনুমোদন পেলেই আগামী বছরের মধ্যে সড়কগুলো সংস্কারের কাজ শুরু হবে এবং আগামী বছর ডিসেম্বরের মধ্যেই যোগাযোগব্যবস্থায় গুণগত পরিবর্তন দেখাতে সমর্থ হব।’

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন সদর ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকার প্রধান সড়কটি ব্যাপারে এ প্রতিবেদককে বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই প্রকল্প পাস হবে এবং জানুয়ারিতে সংস্কারের কাজ শুরু হবে।’

ফকিরহাট স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইস্টিমেট পাঠানো হয়েছে।’

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান এ প্রতিবেদককে বলেন, ‘সড়কগুলো সংস্কারের ব্যাপারে আমরা অবগত। কিন্তু বর্তমানে চাহিদার তুলনাই বরাদ্দ কম, তাই অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের চেষ্টা করছি। আশা করছি আগামী ২০২৩ সালের মধ্যে সড়কগুলো সংস্কার সম্পন্ন হবে।’

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্ভোগ,ফকিরহাট,বেহাল সড়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close