নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গালিমপুর মৌজাস্থিত জয়নগর এলাকায় ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কের সরকারি জায়গার উপর ও পাশেই ইছামতি নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণসহ ক্লাবঘর, দোকানপাট তৈরি করে অবৈধভাবে দখল করে রেখে ছিল স্থানীয় জাহাঙ্গীরসহ অনেকে। অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিতি ছিলেন ইউএনও মো. মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম, ওসি সিরাজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিম ও শিরিন চৌধুরী।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবৈধ স্থাপনা,নবাবগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close