টাঙ্গাইল প্রতিনিধি :

  ২৮ নভেম্বর, ২০২২

টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আবুল হোসেন (৫৯) ও নাগরপুর উপজেলার রেজাউল করিম (৩২)। তারা দুজনেই জেলার দেলদুয়ার উপজেলায় কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা মোটরসাইকেলযোগে দেলদুয়ার থেকে করটিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাঙ্গাইল,বাসচাপা,ব্যাংক কর্মকর্তা নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close