মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২২

কয়লা সংকট সমাধান চান ইটভাটা মালিকরা

ইট প্রস্তুত, লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন

ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সদস্যরা। রোববার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শাহজাহান আলী সরকার ও শাহজাহান আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদের বাবুল ও সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার আলী সিদ্দিকী।

বক্তারা বলেন, ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইট,মালিক,কয়লা,লাইসেন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close