পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২২
পাইকগাছায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক, সম্পাদক ইকবাল

ছবি : প্রতিদিনের সংবাদ
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউপির নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই নির্বাচনে অশোক কুমার ঘোষ ২২৬ ভোট পেয়ে সভাপতি ও আবু সালেহ মো. ইকবাল ২৩৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নির্মল চন্দ্র অধিকারী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শামীম আজাদ লিটু। সন্ধ্যা সাড়ে ৬ টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারায়ণ দেবনাথ ২৪৮ ভোট পেয়ে কোষাধাক্ষ, সজ্ঞীত কুমার ঘোষ ২৩১ ও মিজানুর রহমান ১৭৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৭৩ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন ভোটার ভোট প্রদান করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন