গাইবান্ধা প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২২

জিএম কাদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পার্টির কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য সচিব সারওয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু, রেজাউন্নবী ,আনোয়ারুল ইসলাম লেবু, আল আমিন প্রমুখ। বক্তারা অবিলম্বে জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিএম কাদের,গাইবান্ধা,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close