সাদমান সময়, মিরসরাই (চট্টগ্রাম)

  ২৫ নভেম্বর, ২০২২

চট্টগ্রাম কাস্টমসে চাকরির আবেদন

১০ বছর পর প্রার্থী পেল প্রবেশপত্র!

চট্টগ্রাম কাস্টমসে সিপাহি পদে চাকরির আবেদন করেছিলেন সালাহ উদ্দিন রুবেল নামের মিরসরাইয়ের এক যুবক। আবেদন করার দীর্ঘ ১০ বছর পর লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র পেয়েছেন তিনি।

বৃস্পতিবার (২৪ নভেম্বর) ডাকপিয়নের মাধ্যমে তিনি চিঠিটি হাতে পান। রুবেল চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের পূর্ব মঠবাড়িয়া এলাকার মৃত শাহদাৎ হোসেনের ছেলে।

সালাহ উদ্দিন রুবেল বলেন, ‘২০১২ সালে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমার পরিচিত সিনিয়র মেজবা বাবু ভাইয়ের পরামর্শে চট্টগ্রাম কাস্টমসে সিপাহি পদে আবেদন করি। এরপর দীর্ঘ ১০ বছরেও এ বিষয়ে কোনো রেসপন্স পাইনি। আমি ধরে নিয়েছিলাম সে পদে আর পরীক্ষা দেওয়া হবে না। আজ সকালে ডাক বিভাগে আসা চট্টগ্রাম কাস্টম হাউসের পরিচালকের চিঠি হাতে পেয়ে খুলে তো আমি বিস্মিত। পুরো বিষয়টি আমার কাছে কাকতালীয় মনে হচ্ছে। ১০ বছর পর পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র হাতে পেলাম।’

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র চট্টগ্রাম শহরের সাগরিকা এলাকার কাস্টম হাউজ অফিস।

পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে রুবেল বলেন, ‘পরীক্ষায় অংশ নেব কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সঙ্গে আলোচনা করে দেখি।’

রুবেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউজের কাস্টমস কমিশনারস মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, ‘আমাদের দুুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। একটি ২০১৪ সালে, আরেকটি ২০১৭ সালে। এরপর বিভিন্ন জটিলতায় মামলা-মোকাদ্দমার কারণে ওই সময় নিয়োগটা হয়নি, এখন আলটিমেটলি নিয়োগটা হচ্ছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম কাস্টমস,চাকরি,প্রবেশপত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close