শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

শিবগঞ্জে মিছিলে ককটেল হামলা, আহত ৫

ছবি : সংগৃহীত

বগুড়ার মোকামতলায় স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনায় সংগঠনটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ ও শান্তির পক্ষে একটি মিছিল বের করে মোকামতলা ইউনিয়ন ও বন্দর স্বেচ্ছাসেবক লীগ। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বন্দরের সড়কগুলো প্রদক্ষিণ করার সময় স্থানীয় চৌরাস্থায় পৌঁছালে মিছিল লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণে মিছিলে থাকা পাঁচ নেতাকর্মী আহত হন। এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত নাশকতা সৃষ্টি করছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিলে ককটেল হামলা করেছে। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করার পর বিস্তারিত জানাতে পারবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিবগঞ্জ,ককটেল হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close