সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

২০২২-২৩ অর্থ বছরের এলজি-৩ এর আওতায় বরাদ্দের ৪৫টি বাইসাইকেল সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার ৪৫ জন ছাত্রীর মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

এসময়ে তিনি বলেন, এলজিএসপি ৩ প্রকল্পের উদ্যোগে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়, সারটিয়া আলহাজ্ব নাসির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সয়দাবাদ সারুটিয়া গাছাবাড়ী দাখিল মাদ্রাসা এই ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ৪৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়। যা শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসাহের সৃষ্টি সহ শিক্ষার মান উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

সাইকেল পাওয়া পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় নবম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা জাহান জানায়,আমার বাবা একজন শ্রমিক তাই প্রতিদিন টাকার অভাবে রিক্সা ভাড়া করে স্কুলে আসতে পারিনাই। পায়ে হেটে আমাকে স্কুলে আসতে হতো। এখন আমার দুর্ভোগ দূর হবে। সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর অপর এক শিক্ষার্থী রুপা খাতুন জানায়, সাইকেল পেয়ে আমি খুব খুশি। আমি আরো ভালো করে পড়ব।

অভিভাবক শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের উদ্যোগ প্রশংসার দাবিদার। আগামীতে বিতরণকৃত সাইকেলের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তিনি।

এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম। বিতরণ কালীন সময়ে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রাশেদ, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. রাজু হাসান প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,ছাত্রীদের মাঝে,বাইসাইকেল বিতরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close