ফরিদপুর প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২২

ফরিদপুরে ব্রাজিলের সমর্থনে রিকশা শোভাযাত্রা

ব্রাজিলের সমর্থনে রিকশা শোভাযাত্রা

ফরিদপুরে ব্রাজিলের সমর্থনে রিকশা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ঠুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সঙ্গত কারণে দলটিকে নিয়েই সমর্থকদের থাকে অন্যরকম আকর্ষণ। এ কারণে প্রত্যেকটা বিশ্বকাপ খেলায় ব্রাজিল ভক্তদের উৎসাহ-উন্মাদনা থাকে অন্যরকম। ব্রাজিলের খোলোয়াড়দের প্রতিকী, জার্সি ও পতাকা নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুর শহরের স্থানীয় বাসিন্দা নাসিরের উদ্যোগে ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার আয়োজক নাসির জানান, এ বছর বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট এবং তারা শিরোপা জিতবে বলে আশা করি। তিনি ফাইনালে ব্রাজিল ও ফ্রান্স খেলবে বলেও তিনি মন্তব্য করেন। আমি ব্রাজিলকে ছোটবেলা থেকেই ভালোবাসি। এ ভালোবাসা ভালোলাগা থেকেই শহরের চকবাজারের রামধনী মন্দির থেকে শতাধিক রিকশায় ব্রাজিল ভক্তদের নিয়ে শোভাযাত্রা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,ব্রাজিল,রিকশা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close