মান্দা (নওগাঁ) প্রতিনিধি
২৪ নভেম্বর, ২০২২
মান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ
নওগাঁর মান্দায় ডোবার পানিতে পড়ে শিহাব হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুশুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শিহাব হোসেন ওই গ্রামের লিটন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে সে বাড়ির পাশের এক ডোবার পানিতে পড়ে যায়। পড়ে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শিশুটির পরিবার তাকে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন