শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২২

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি যন্ত্র তুলে দেন। ছবি : প্রতিদিনের সংবাদ

শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটি শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি ভর্তুকির মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের আমন মৌসুমে প্রাপ্ত বরাদ্দ থেকে কৃষকদের মাঝে এসব আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্র তুলে দেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক তকবির হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে সরকার ১ কোটি ৭ লক্ষ ৩৯ হাজার টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে এসব আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করছে। বিতরণকৃত কৃষি যন্ত্রের মধ্যে ৩টি কম্বাইন হারভেস্টার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ১৫টি রিপার, ৭টি সিডার, ১টি ড্রয়ারর, ৫টি বেড প্লান্টার, ১৭টি পাওয়ার থ্রেসার ও ১টি ভুট্টা মারাই মেশিন রয়েছে। এসব যন্ত্রের বাজার মূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা বলে জানান শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। তিনি বলেন, এসব যন্ত্রের মোট মূল্যের ৩০ ভাগ ৫৭ লক্ষ ৬১ হাজার টাকা দিয়েছে কৃষকরা। বাকি ৭০ভাগ ১ কোটি ৭ লাখ ৩৯ হাজার টাকা সরকার ভর্তুকি দিয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,কৃষিযন্ত্র বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close