মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২২

বিশ্বকাপের আড়ালে মধুখালীর ফুটবল

ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের মধুখালীতে গাজনা ৮ দলীয় নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে গাজনা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বক, খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও গাজনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ওহাব মোল্যা। ফাইনাল খেলা উদ্বোধন করেন রাজ্জাক জুট মিলস্ লিঃ- এর পরিচালক মো. জিয়াউর রহমান খান। সার্বিক পরিচালনায় ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক সুখেন মজুমদার, গাজনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোমারত হোসেন শেখ, তাওহীদুর রহমান তৌজিদ বিশ্বাস ও হেলাল উদ্দিন সরদার।

গাজনা ৮ দলীয় নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার তেঁতুলিয়া সমাজকল্যাণ যুব সংঘ একাদশ বনাম নড়াইল জেলার নড়াইল ফুটবল একাদশ। খেলায় উভয় দল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করলে মিমাংসা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তেঁতুলিয়া সমাজকল্যাণ যুব সংঘ একাদশ ৫-৪ গোলে নড়াইল ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে। চ্যাম্পিয়ন ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। খেলা পরিচালনা করেন সাঈদ দোহা। সহকারী হিসেবে ছিলেন মো. মাহফুজুর রহমান ও সবুজ। পরন্ত বিকেলে এলাকার শত শত নারী-পুরুষ খেলা উপভোগ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,ফুটবল,মধুখালী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close