বেনাপোল (যশোর) প্রতিনিধি :

  ২৩ নভেম্বর, ২০২২

গৃহবধূকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোলে গৃহবধূকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ওই গৃহবধূকে জিম্মি করে জমি বিক্রির গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা যায়।

ভুক্তভোগী গৃহবধূ হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভেতর একদল ডাকাত দেখতে পাই। তারা তাকে মুহুর্তের মধ্যে হাত-পাঁ ও চোঁখ বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জরুরি সহায়তা নাম্বার ৯৯৯-এ কল করে ডাকাতির বিষয় অবগত করেন। সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা বুধবার সকালে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন।

বেনাপোল পোর্ট থানার এস আই অমিত হাসান জানান, ৯৯৯-এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ডাকাতির সত্যতা মিলেছে। থানায় অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গৃহবধূ,দুর্ধর্ষ ডাকাতি,স্বর্ণালংকার লুট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close